বাতাসে ডুবে ছিলাম ম্যালা সময়, তোমার ছোঁয়া পাবার আশায়।
এলোমেলো পায়চারি
দিনভর জটিল সব বেঁকাতেরা সমীকরণ
চা পরটা ঝিনুকের মালা
কাগজ-কলমের বিরতিহীন গড়াগড়ি, এই আর কি।
দেয়ালের ওপর কংকর ঘষে ঘষে মানবতার সন্ধান
ফের লুকিয়ে যাওয়া
আমি সৌখিন-একটু আলতা, ক্লিন সেভ
কাট কাট বাবু বিবি
রাশভারী গলা- সময়কে কিন্তু লাগাম টানতে হবে হে।
মাথামুন্ড কিচ্ছু নাই
আমার কি দোষ
আমি শুধু বলেছি- সবার মধ্যে একটা কাপুরুষ থাকে
এবং কাপুরুষমার্কা মানবদেরও ডাক নাম মানুষ।
কান্ডজ্ঞানহীন না হলে এমন করে কেউ বলে
নাকি,সত্য না হলে এমন করে কেউ ক্ষেপে।
আর হাঁ, সাগর দেখতে একবারও যাইনি
কারণ তুমি কখনোই সাগরের মত বিশাল ছিলে না।
অথচ, সাগর দেখতে তুমি এখনো ভালোবাস।